Syed Anas Pasha

Syed Anas Pasha


উইলিয়াম-কেটকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন শেখ রেহানা


সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লন্ডন: প্রিন্স উইলিয়াম ও কেইট মিডলটনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

গত মঙ্গলবার রানীর ডায়মন্ড জুবিলী উদযাপনের শেষ দিন থ্যাংকসগিভিং অনুষ্ঠান শেষে লর্ড মেয়র অফিস অব গিল্ডহলের আমন্ত্রণে অনুষ্ঠিত রিসিপশনে উইলিয়াম পত্নি ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে শেখ রেহানা এই আমন্ত্রণ জানান।

শেখ রেহানার এই আমন্ত্রণের কথা গুরুত্বের সাথে প্রচার করেছে লন্ডনের ফ্রি
দৈনিক ‘মেট্রো’।

আমন্ত্রণের জবাবে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন
বাংলাদেশ সফরের বিষয়টি তাঁর ডায়রিতে লিপিবদ্ধ করে রাখবেন বলে জানান
শেখ রেহানাকে।

বাংলাদেশ সফরের আমন্ত্রণে কেটের প্রতিক্রিয়া জানাতে
গিয়ে শেখ রেহানা বলেন, “ডাচেজ অব কেমব্রিজ বাংলাদেশ সফরে আমার
আমন্ত্রণের জবাবে বিষয়টি তার ডায়রিতে লিপিবদ্ধ করবেন বলে জানিয়েছেন।”

রেহানা বলেন, “বাংলাদেশ সফরের বিষয়ে কেইট মিডলটনের ব্যাপক আগ্রহ রয়েছে
বলে আমন্ত্রণের জবাব প্রতিক্রিয়ায় আমার কাছে মনে হয়েছে। শেখ রেহানার
ধারণা বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতির প্রতি ডাচেস অব কেমব্রিজের
ব্যাপক আকর্ষণ রয়েছে।

ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট
মিডলটন মঙ্গলবার রয়েল ফ্যামিলির অন্যান্য সদস্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী
ডেভিড ক্যামেরন, উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ ও কমনওয়েলথভুক্ত
কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানসহ অন্যান্য সম্মানিত অতিথিদের
সঙ্গে লন্ডন গিল্ডগলের রিসিপশন উপভোগ করার সময় শেখ রেহানার
সঙ্গে কেট মিডিলটনের সাক্ষাত ও আলোচনা হয়।

ডিউক ও ডাচেজ অব কেমব্রিজের বাংলাদেশ সফরের আমন্ত্রন বিষয়টি ডাইরিভুক্ত করার কথা শেখ রেহানাকে কেইট জানালেও, এই রাজকীয় দম্পতির পরবর্তী সফরের তালিকায় মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টুভালু’র নাম রয়েছে।

উল্লেখ্য, রাণী এলিজাবেথের ক্ষমতাগ্রহণের ৬০ বছরপূর্তি উপলক্ষে
আয়োজিত গোল্ডেন জুবিলি উদযাপনের বিভিন্ন জাতীয় প্রোগামে শেখ
রেহানা, রেহানা কন্যা রুপন্থি ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড.
সাইদুর রহমান খান যোগদান করেন।

থ্যাংকসগিভিং অনুষ্ঠান ছাড়াও লর্ড মেয়র অফিস অব গিল্ডহলের রিসিপশন,

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এর মধ্যাহ্যভোজ, কমনওয়েলথ

মহাসচিব কমলেশ শর্মার অভ্যর্থনা অনুষ্ঠানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ

অনুষ্ঠানে যোগ দেন শেখ রেহানা।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী ব্রিটেনের বড় বড় শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় এ উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। গত মঙ্গলবার ছিল জাতীয়

আয়োজনগুলোর সর্বশেষ প্রোগ্রাম। ঐদিনই লন্ডন গিল্ডহলের অনুষ্ঠানে

উইলিয়াম-কেটকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ রেহানা।

এলিজাবেথ সিংহাসন আরোহন করেন ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি। তার

রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালের ২ জুন। ১৯৭৭ সালে রাণী তার

ক্ষমতা গ্রহণের সিলভার জুবিলি এবং ২০০২ সালে গোল্ডেন জুবিলি উদযাপন

করেন।

বাংলাদেশ সময় :০৮ জুন’২০১২, ২৩১৯ ঘণ্টা

0 comments:

Post a Comment

Popular Posts