Syed Anas Pasha

Syed Anas Pasha


সানডে এক্সপ্রেসকে প্রধানমন্ত্রী

‘রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে’


সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেন্ট প্যাংক্রাস রেঁনেসা হোটেল থেকে:লন্ডনের সানডে এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করার কথা বলেছেন।
প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক, সানডে এক্সপ্রেসের হোয়াইটহল এডিটর টেড জিওরিকে তিনি এ সাক্ষাৎকার দেন।
ওই সাক্ষাতকারে তিনি রোহিঙ্গা                
 শরণার্থীদের বাংলাদেশে ঢুকতে না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।
সাক্ষাতকার গ্রহণ শেষে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় টেড জিওরি এ কথা জানান।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় (লন্ডন সময় ১২টা) প্রধানমন্ত্রী এ সাক্ষাৎকার দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রখ্যাত এই ব্রিটিশ সাংবাদিক বাংলানিউজকে বলেন, ‘‘দীর্ঘ সময়ের সাক্ষাতকালে আমাদের মধ্যে বৈদেশিক সাহায্য, শিশুশ্রম, সন্ত্রাসবাদ, রোহিঙ্গা পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে।’’
তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখাসহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্র্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে বাংলানিউজকে জানান টেড জিউরি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া সাক্ষাৎকার কখন প্রকাশ করবে সানডে এক্সপ্রেস, জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, “আশা করছি আগামী রোববারই সাক্ষা‍ৎকারটি প্রচার করা হবে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২

0 comments:

Post a Comment

Popular Posts