Syed Anas Pasha

Syed Anas Pasha

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রিটেনের নেতৃত্ব চান রোশনারা

লন্ডন: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহবান জানিয়েছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রোশনারা আলী এমপি।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের আমন্ত্রণে ঢাকা রওয়ানা হওয়ার প্রাক্কালে শনিবার এক বিবৃতিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার দলীয় এই এমপি এ আহবান জানান। 

সোমবার থেকে তার সপ্তাহব্যাপী ঢাকা সফর শুরু হচ্ছে। 

বিবৃতিতে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশের কথা উল্লেখ করে  রোশনারা বলেন, ‘দিন দিন সমুদ্র লেভেল বেড়ে যাওয়ার ফলে নিত্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জনগণ।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণকে রক্ষায় এই মুহূর্তে প্রয়োজন বিশ্বব্যাপি জনসচেতনতা সৃষ্টি। কারণ, এভাবে চলতে থাকলে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ভয়াবহ ক্ষয়ক্ষতি আগামী বছরগুলোতে আরও ব্যাপক আকার নিয়ে হাজির হবে।’

বিবৃতিতে রোশনারা আরো বলেন, ‘গত বছর আমি ঢাকায় একটি সেমিনারে উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশের জনগণের মারাত্মক দুর্দশার কথা জানতে পেরেছি।’

চলতি বছরের ডিসেম্বরে ডারবানে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ডারবান কনফারেন্সকে আমাদের কাজে লাগাতে হবে। এই কনফারেন্সে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি এমনভাবে তুলে ধরতে হবে, যাতে বিশ্ব সম্প্রদায় এর ভয়াবহতা অনুধাবন করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায়।’

এ উপলক্ষে তিনি ক্ষয়ক্ষতি মোকাবেলার পূর্ব প্রস্তুতিসহ অন্যান্য বিষয়ে যাতে উন্নত দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে বিষয়ে কনফারেন্সে ক্যাম্পেইন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে রোশনারা আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় এখনই আমাদের কাজে নামতে হবে। উন্নত বিশ্বকে এ ইস্যুতে নিজ দায়িত্বের প্রতি আরও সচেতন হতে হবে। আর এই ইস্যুতে আন্তর্জাতিক ক্যাম্পেইনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিচ্ছেন এটি প্রমাণ করতে হবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই নেতৃত্ব গ্রহণের আহবান জানিয়ে রোশনারা বলেন, ‘এখনও সময় আছে, আর দেরি না করে বিষয়টি নিয়ে কাজে নামতে হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ডারবানে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সমঝোতা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন থেকে ব্রিটেন ও বাংলাদেশের প্রত্যাশা ও অবস্থান শীর্ষক এক মতবিনিময় সভায় ঢাকায় অবস্থানকালে রোশনারা অংশ নেবেন।’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

0 comments:

Post a Comment

Popular Posts