Syed Anas Pasha

Syed Anas Pasha

লন্ডনে বিক্ষোভ, পাশে থাকার অঙ্গীকার প্রবাসীদের


সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লন্ডনে বিক্ষোভ, পাশে থাকার অঙ্গীকার প্রবাসীদের
লন্ডন: জামায়াত-শিবিরের তাণ্ডবে শহীদ মিনার ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রবাসীরা রাজাকারবিরোধী বর্তমান যুদ্ধে একাত্তরের ন্যায় দেশবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন।

শনিবার স্থানীয় সময় বেলা ২টায় ৩৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়। বাংলা টাউন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি আলহাজ সামস উদ্দিন খান,অধ্যাপক আবুল হাসেম, যুক্তরাজ্য ক্রিকেট বোর্ডের সভাপতি নইম উদ্দিন রিয়াজ, সাবেক ‍কাউন্সিলর সাজ্জাদ মিয়া,আলতাফুর রহমান মুজাহিদ, মহিলা  নেত্রী মেহের নিগার চৌধুরী, জাসদের মুজিবুল হক মনি, আবুল মনসুর লিলু, সৈয়দ এনামুল হক, বাসদের গয়াসুর রহমান গয়াস, প্রজন্ম ৭১’র বাবুল হোসেন, আহমেদ নুরুল টিপু, উদীচীর হারুনুর রশিদ,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জামাল আহমেদ খান, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আনসারুল হক, যুব ইউনিয়নের শাহরিয়ার বিন আলী ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা শুক্রবার জামায়াত-শিবিরের তাণ্ডবে পবিত্র মসজিদ, জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ধর্মের নামে জামায়াত-শিবির পরিচালিত সহিংসতা থেকে পবিত্র মসজিদও রক্ষা পাচ্ছে না।”

বক্তারা বলেন, “একাত্তরের পরাজিত শক্তি রাজাকার যুদ্ধাপরাধীরা আজ আমাদের শহীদ মিনার ভেঙেছে,জাতীয় পতাকা ছিড়েছে, এই স্পর্ধা মেনে নেওয়া যায় না।”

তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ব্রিটেন প্রবাসীরা যেভাবে দেশবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, আজ রাজাকারবিরোধী দ্বিতীয় মুক্তিযুদ্ধেও ঠিক একইভাবে দেশবাসীর পাশে দাঁড়াতে হবে।

এসময় বক্তারা সরকারের প্রতি অবিলম্বে যুদ্ধাপরাধী দল জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া আমাদের জাতীয় পতাকা যারা খামছে ধরার চেষ্টা করে, এদেশের মাঠিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।

সমাবেশের ঘোষণায় তরুণ প্রজন্মকে রাজাকার নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “একাত্তরে আমরা দেশবাসীর পাশে ছিলাম, ২০১৩-তে আছি তারুণ্যের জাগরণের সঙ্গে।”

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৩
Link to article

0 comments:

Post a Comment

Popular Posts