Syed Anas Pasha

Syed Anas Pasha

আ. লীগের একটি অংশই যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বের জন্য দায়ী : আবদুল গাফ্ফার চৌধুরী

Photo: Banglanews24.com
মন্টিফিউরি সেন্টার, পূর্ব লন্ডন : যুদ্ধাপরাধের বিচারে বিলম্বের জন্যে আওয়ামী লীগের ভেতরের একটি অংশকে দায়ী করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী।

তিনি বলেন, ‘গত চল্লিশ বছরে অনেক যুদ্ধাপরাধী জামায়াতিদের সঙ্গে আওয়ামী লীগের ওই গ্র“পটির ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে। এ জন্য তারা নিজেদের ঘনিষ্ট ওই যুদ্ধাপরাধীদের রার জন্যে বিভিন্ন কৌশলে প্রধানমন্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করছে।’

মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল গাফ্ফার চৌধুরী এসব কথা বলেন।

আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘৭১- এর যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বের অন্যান্য যে কোনো যুদ্ধাপরাধের বিচারের চেয়ে কঠিন। কারণ, এই বিচারের সম্মুখীন যারা হচ্ছেন, তারা বিচার প্রার্থী কারো না কারো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী।’

জনাব চৌধুরী বলেন, ‘বিগত চল্লিশ বছরে যুদ্ধাপরাধীদের সঙ্গে আওয়ামী লীগসহ অন্যদের যে সম্পর্কের জাল বিস্তৃত হয়েছে, সেই জাল ছিন্ন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা একটি কঠিন কাজই বটে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই কঠিন কাজেই হাত দিয়েছেন এবং দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছেন।’

চৌধুরী আরও বলেন, ‘সৌদি আরবের অব্যাহত চাপও যুদ্ধাপরাধ বিচার বিলম্বের আরেকটি কারণ বলে আমি মনে করি।’

যুক্তরাজ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ এবং মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ, কমিউনিটি নেতা ডা. মুস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
Link to Article

0 comments:

Post a Comment

Popular Posts