Syed Anas Pasha

Syed Anas Pasha

ব্রিটেনে ২৪ ঘণ্টার কমিউনিটি রেডিও ‘বেতার বাংলা’র যাত্রা শুরু

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন রিজিয়া পারভিন ও আনোয়ার চৌধুরী। ছবি: সৈয়দ শীশ
লন্ডন : লন্ডনে বাঙালিদের প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টার কমিউনিটি রেডিও ‘বেতার বাংলা’ যাত্রা শুরু করেছে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের অবদানের স্মরণে এই রেডিও স্টেশন স্থাপন করা হয়।

এটি ব্রিটেনে বাংলা ভাষায় ২৪ ঘণ্টার প্রথম বেতারকেন্দ্র। রোববার বিকেলে পূর্ব লন্ডনের ম্যানর পার্কে রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত এই বেতারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতার বাংলার চেয়ারম্যান মাসুদ রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ ফরেন অফিসের পরিচালক বাংলাদেশে ব্রিটেনের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী, গ্রেটার লন্ডন অথরিটির সদস্য মুরাদ কোরেশি, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী, টাওয়ার হ্যামলেটস এর মেয়র লুৎফুর রহমান, সাবেক ব্রিটিশ এমপি, মেডিক্যাল ফাউন্ডেশন ফর দ্য কেয়ার অফ  ভিকটিমস অফ টর্চার -এর চিফ এক্সিকিউটিভ কিথ বেস্ট ও ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান শরীফ।

বেতার বাংলার সাফল্য কামনা করে বাণী দেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী নিক কেগ, বিরোধী দলীয় নেতা এড মিলিব্যান্ড, বাংলাদেশের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার দুই এমপি জিম ফিটজ প্যাট্রিক ও রোশনারা আলী।

স্বাগত বক্তব্য রাখেন বেতার বাংলার উপদেষ্টা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান। নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা নাজিম চৌধুরী।

প্রধান অথিতির বক্তব্যে ড. সাইদুর রহমান খান বলেন, ব্রিটেনে বাংলা সংবাদপত্র ও বাংলা টেলিভিশন চ্যানেলের পর এবার বেতার বাংলার যাত্রা জানান দেয় বাংলা আজ বিশ্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।’

তিনি বেতার বাংলার সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার চৌধুরী বলেন, ‘ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি বহু-সাংস্কৃতিক (মাল্টি কালচারাল) ব্রিটিশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমে নিজেদের উজ্জ্বল অবস্থান করে নিচ্ছে, বেতার বাংলার চব্বিশ ঘণ্টা সম্প্রচারের লাইসেন্স প্রাপ্তি তারই একটি উদাহরণ।’

আব্দুল গাফ্ফার চৌধুরী, বেতার বাংলাকে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের উত্তরসূরী আখ্যায়িত করে বলেন, ‘৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকারগুলো বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করেছিল। কিন্তু এটা কোনভাবেই মুছে ফেলার নয়।’

অনুষ্ঠানে ইউরোপ ও বাংলাদেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য বেতার বাংলা অনেক আগে থেকেই অনুষ্ঠান প্রচার করলেও ২৪ ঘণ্টা সম্প্রচারের অনুমতি ছিল না।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
Link to Article

0 comments:

Post a Comment

Popular Posts